নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মমিনুল হক সৌরভ। ইতিমধ্যে চলতি বঙ্গবন্ধু কাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এবার জানা গেল চোটের মাত্রা গুরুতর হওয়ার অস্ত্রোপচার করাতে তাকে। খুব শিগ্রই মমিনুলের চিকিৎসা শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এইদিকে মমিনুলকে ছাড়া আজ নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে সর্বশেষ দুটি ম্যাচ খেললেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মমিনুল। প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচ মমিনুলের ব্যাট থেকে আসে ৫ রান।
চট্টগ্রাম শিবিরের জন্য সুখবর, মমিনুল ছিটকে গেলেও একই সময়ে করোনা মুক্ত হয়ে দলে ফিরছেন অনু-১৯ দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। টুর্নামেন্ট শুরুর আগে করোনা আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গিয়েছিল জয়। করোনা জয় করে আবারো দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।