সাজিদা জেসমিন »
নতুন বছরের শুরুতেই ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। আগামী ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর ইতিমধ্যেই স্কোয়াড ঘোষিত হয়েছে৷ স্কোয়াডে নতুন করে অন্তর্ভুক্ত হলেন ডি’অর্চি শর্ট।
চলমান বিগ ব্যাশ লিগে সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন সিম বোলার শন অ্যাবট। আর এ-ই চোট থাকে মাঠ থেকে চিটকে দিয়েছে প্রায় চার সপ্তাহের জন্য। এতেই স্কোয়াডে এলো পরিবর্তন।
স্কোয়াডে আগে থেকেই আছেন ৪ পেসার – কামিন্স,হ্যাজেলউড, স্টার্ক,রিচার্ডসন। শন অ্যাবটের বদলী হিসেবে তাই অতিরিক্ত পেসার খোঁজাটা প্রয়োজন মনে করেননি কেউই। ভারতের মাটি স্পিন সহায়ক, সেই হিসেবে সবার নজর ছিলো এমন একজন স্পিন বোলিং অলরাউন্ডারের দিকে, যে টপ অর্ডারে ব্যাট করতে পারবে এবং রিস্ট স্পিন করতে জানে। তাই নতুন করে বিবেচনায় আসেন অর্চি।
অ্যাবটের ইনজুরি প্রসঙ্গে অজি নির্বাচক ট্রেভর হন্স বলেন- ‘এটি খুবই হতাশাজনক । সে আমাদের সাদা বলের ক্রিকেটে মূল বিবেচনায় আছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায়তো অবশ্যই।’
ডি’অর্চির ব্যাপারে বলেন – ‘ শর্টের উপস্থিতি আমাদের স্কোয়াডকে পুরোপুরি ব্যালান্সড করে তুলেছে। তার রেকর্ড ভালো। এবং ব্যাটিং অর্ডারের যেকোন পজিশনে তার ব্যাট করার ক্ষমতা আছে। এর উপর ভিত্তি করে বলা যায়, সে স্কোয়াডে দারুণ এক সম্পদ।’
৪ টি ওয়ানডে ও ২০ টি টি-টোয়েন্টি খেলা এই বাঁহাতি ওপেনারের ব্যাটিংয়ের সাথে বাঁহাতি চায়নাম্যান বোলিং রইলো বোনাস হিসেবে।
অস্ট্রেলিয়ার নবগঠিত স্কোয়াড :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি’অর্চি শর্ট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।