নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান আইসিসি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ। আজকের ম্যাচ জয়ী দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে আগামী ১৪ জুলাই (রবিবার) দ্য লর্ডসে ফাইনালিষ্ট নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল নিশ্চিতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙ্গা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস-১ ও ২।
এদিকে চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে দু’দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের বিপক্ষে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা। শুধু তাই নয়, বিশ্বকাপ পরিসংখ্যানেও পিছিয়ে ইয়ন মর্গান বাহিনী।
যদিও আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে ইংল্যান্ড আছে সবার শীর্ষে। ইংলিশদের রেটিং পয়েন্ট ১২৩, আর ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। র্যাংঙ্কিং যাই হোক, চলুন দেখে নেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;
বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ৮টি;
অস্ট্রেলিয়া জয়ী: ৬টি;
ইংল্যান্ড জয়ী: ২টি;
পরিত্যক্ত: নাই।
ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
ম্যাচ: ১৪৮টি;
অস্ট্রেলিয়া জয়ী: ৮২টি;
ইংল্যান্ড জয়ী: ৬১টি;
পরিত্যক্ত: ৩টি।