নিউজ ডেস্ক »
শ্রীলঙ্কা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহ। এবার তাকে দেখা যাবে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্লাব নিউ সাউথ ওয়েলসের সিনিয়র সহকারী ও ব্যাটিং কোচের ভূমিকায়। এর আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই ক্লাব দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন হাতুরুসিংহে।
ক্রিকেট সম্পর্কে তার গভীর চিন্তা ভাবনা থাকার কারণে এবং সব পরিস্থিতিতে দ্রতু সিধান্ত নেবার ক্ষমতা থাকায় তিনি দ্বিতীয়বারের মতো এই ক্লাবটির কোচের ভূমিকায় দায়িত্ব ফিরে পেয়েছেন।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। সর্বশেষ শ্রীলঙ্কার কোচ হয়ে দায়িত্ব নেন কিন্তু বেশিদিন স্থায়ী হতে পারেননি। এবার তাই নতুন করে ব্যাটিং কোচ হিসেবে হাথুরুর উপর দায়িত্ব দিলো অস্ট্রেলিয়ার এই ক্লাব পরিচালনা কমিটি।
২০০৫ সালে প্রথমববারের মতো সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলের কোচ হিসেবে যোগদান করে কোচিং ক্যারিয়ারে পা রাখেন হাথুরুসিংহে। এরপর ২০০৯ সালে দায়িত্ব পান নিজ দেশ শ্রীলংকা ‘এ’ দলের কোচ হিসেবে। ২০১১ সালে নিউ সাউথ ওয়েলসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালে বাংলাদেশ এবং ২০১৮ সালে শ্রীলংকা জাতীয় দলের কোচ হিসেবে দেখা গিয়েছিল হাতুরুকে।
নিউজক্রিকেট/ এসএস