https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন সুযোগ পাবে তৃতীয় লিঙ্গের খেলোয়াড়রা। নিজেদের ইতিহাসে এমনই নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সাধারণত প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশেই পুরুষ ও নারী এই দুই ভাগে দুই ধরণের ক্রিকেটের দল দেখা যায়। তবে অস্ট্রেলিয়া নারী দলের হয়ে এখন থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এমনকি জাতীয় দলের হয়েও খেলতে পারবেন তৃতীয় লিঙ্গের ক্রিকেটাররা। মূলত তাদের প্রতি যে বৈষম্যমূলক আচরন সাড়া বিশ্বে সেটা থেকে সরে আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত আইসিসির নিয়ম বহির্ভূত নয় বলেও দাবি করা হ্যেছে।
অজি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসন এক বিজ্ঞপ্তিতে জানান, ‘বর্তমান যুগে এই মানুষদের (তৃতীয় লিঙ্গের) বৈষম্য বাঁ নিগৃহিত করে আমরা দমিয়ে রাখাওতে পারি না। এই অধিকার আমাদের নেই। এটা আসলে উচিতও নয়। ইতিবাচক পরিচয়ে আজ আমরা সবার সামনে এই মানুষদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চাচ্ছি। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ক করে নজির স্থাপন করতে যাচ্ছি। ক্রিকেটের এই বিস্তর সংস্কৃতিকে আমরা দেখাতে চাই।’
‘তৃতীয় লিঙ্গের ক্রিকেটাররাও মানুষ, তারাও অস্ট্রেলিয়ান। সব রকমের খেলাধুলায় অংশ নেয়ার জন্য সবারই অধিকার রয়েছে। আপনি যাদের সঙ্গে খেললে স্বস্তি পান আপনার উচিত তাদের সঙ্গেই খেলার।’