অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২০তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে রয়েছে লঙ্কানরা। বৃষ্টি বাধায় লঙ্কানদের ম্যাচ পরিত্যক্ত হবার সংখ্যা ২টি। বাকি দুই ম্যাচ থেকে একটিতে জয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হার মেনে নিয়েছে তারা। আজকের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের সামনে শেষ পর্যন্ত কি করে সেটা সময়ই বলে দিবে।

এদিকে চার ম্যাচে এক হারে তিন জয় নিয়ে অজিদের পয়েন্ট ৬। শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচে হারলেও দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার রয়েছেন দুর্দান্ত ফর্মে। সাথে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ দেখাতে পারেন ব্যাটিং জাদু। বল হাতে মিচেল স্টার্ক একাই কাপিয়ে দিতে পারেন লঙ্কা শিবির।

দুই দলের একাদশ

অস্ট্রেলিয়াঃ অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, জেসন বেহারেনড্রফ।

শ্রীলঙ্কাঃ দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, মিলান্দা স্রীবর্ধনে, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »