https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৭তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিন্যক সরফরাজ আহমেদ।
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ভারতের দেয়া রান পাহাড় টপকাতে গিয়ে ব্যর্থ হওয়া অজিরা পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েই আছে।
এদিকে এই আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে একটিতে জয় পেয়েছে পাকিস্তান। বাকি একটি ম্যাচ হারের পর একটি ম্যাচ বৃষ্টিতে হয়েছে পণ্ড। প্যেন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান অষ্টম। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উপরের দিকে যেতে চাইবে পাকিস্তান।
দুই দলের একাদশ
অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ, শন মার্শ, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, নাথান কোলতার নেইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যান রিচার্ডসন।
পাকিস্তানঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়াইব মালিক, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি , মোহাম্মদ আমির।