অস্ট্রেলিয়াকে হারিয়েই সেমি ফাইনালের পথ সুগম করতে চায় টাইগাররা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই টাইগারদের কাছে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচে অবশ্য খেই হারিয়েছে টাইগাররা। ঘুরে দাঁড়ানোর পথ হিসেবে শ্রীলঙ্কাকে টার্গেট করলেও সেতা আর পুরণ হয়নি বৃষ্টি বাধায়।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচে জয় পেলে হয়তো সেমি ফাইনালের পথে কিছুটা এগিয়েই থাকতো টাইগাররা। সেখানে এক পয়েন্ট খোয়াতে হয়েছে বলে বাংলাদেশ দলের অধিনায়ক-কোচ সবাই প্রকাশ করেছিলেন হতাশা। হতাশা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে সাকিব-লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী জয় পেয়েছে রেকর্ড গড়ে।

এবার সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। বিশেষ পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া যে অজিদের হারানো কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে সেমি ফাইনালের পথে এগিয়ে থাকতে হলে অজিদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের এখন যে অবস্থান ১ পয়েন্ট পেলে যে খুব বেশি উপকার হবে তা কিন্তু নয়। ২০১৫ বিশ্বকাপে ১ পয়েন্ট পেয়ে লাভ হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ১ পয়েন্ট পেয়ে লাভ হয়েছি। কিন্য আর ৩-৪ ওভার খেলা হলেই কিন্তু আমরা হেরে যেতাম। বৃষ্টি হলে সেখান থেকে যেন ভাগ্যের সহায়তা পায়। তবে আমরা জিতে টুর্নামেন্টে ২ পয়েন্ট নিয়ে ভালোভাবে টিকে থাকতে পারব। টিকে থাওকে হলে আমাদের জয় দরকার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »