নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের নারী দল। অজিদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।
শনিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে এবার আসরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ করছেন ক্লারি মোর। ৫১ বলে ৫২ রান করেন তিনি। এছাড়া ইল্লা হাইওয়ার্ড ৩৯ বলে ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।
১৩১ রানের জবাব ব্যাট করতে নেমে শুরুটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। যেখানে শুরুতেই মিস্টি সাহা প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর জয়ের জন্য দলের হাল ধরেন আফিয়া প্রত্যাশা এবং দিলারা খাতুন। ২২ বলে ২৪ রান করেন আফিয়া প্রত্যাশা। ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার। স্বর্ণা ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। সুমাইয়া আক্তার ২৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
প্রসঙ্গত, গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। আগামী ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
এস.আর/নিউজক্রিকেট২৪