নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুবাইয়ে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। অজিদের ১১ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।
২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি শুভমান গিল। ৮ রান করেই সাজঘরে ফেরেন তিনি। সেট হয়ে আউট হন রোহিত শর্মা ২৯ বলে ২৮ রান করে আউট হলে ৪৩ রানে ২ উইকেট হারায় ভারত। বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার ১১১ বলে ৯১ রানের তৃতীয় উইকেটে জুটিতে ম্যাচ ভারতের হাতে নিয়ে আসে। আইয়ারকে ৪৫ রানে বোল্ড করে এই জুটিটি ভাঙেন অ্যাডাম জাম্পা। এরপর ৩০ বলে ২৭ করে অক্ষর প্যাটেলও পিরে যান সাজঘরে।
দেখেশুনে খেলে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন কোহলি। তবে ৪৩ ওভারে এসে ধৈর্য হারিয়ে ফেলেন কোহলি। জাম্পাকে তুলে মারতে গিয়ে ৯৮ বলে ৮৪ রান করে আউট হন তিনি। শেষদিকে ভারতের ওপর চাপ তৈরি করে অজিরা। তবে ৪৭তম ওভারে অ্যাডাম জাম্পাকে শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নিয়ে আসেন হার্দিক পন্ডিয়া।
জয় থেকে ৬ রান দূরে থাকতে ২৪ বলে ২৮ করে মারকুটে হার্দিক অবশ্য আউট হন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন লোকেশ রাহুল। ৩৪ বলে ২টি করে চার–ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শূন্য করেই সাজঘরের পথ ধরেন দলের সঙ্গে সেমির আগে যোগ দেওয়া কুপার কনোলি। ট্রাভিস হেড ৩৩ বলে ৩৯ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন। মার্নাস লাবুশেন ২৯ আর জস ইংলিশ ১১ করে সাজঘরের পথ ধরেন।
স্মিথ অবশ্য দায়িত্ব নিয়ে খেলে দলকে দুইশর দোরগোড়ায় পৌঁছে দেন। ৯৬ বলে ৭৩ করে রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন অজি অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েল এক ছক্কা হাঁকিয়েই ৭ রান করে অক্ষরের বলে বোল্ড হন। এরপর হাল ধরেন অ্যালেক্স ক্যারি। রানআউটের ফাঁদে পড়ার আগে ৫৭ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ভারতের মোহাম্মদ শামি ৩টি এবং বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট।
আরএ/নিউজক্রিকেট২৪