অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন মোসাদ্দেক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট দলের সদস্যরা পাড়ি জমিয়েছেন ভারতের ইন্দোরে। কারণ সিরিজের প্রথম টেস্ট ইন্দোরেই খেলবে দু’দল। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত টেস্ট দলের সদস্য হওয়া সত্ত্বেও দেশে ফিরে এসেছেন।

মোসাদ্দেকের দেশে ফেরার কারণ এর আগে স্পষ্ট ছিলো না৷ তবে শুধু জানা গিয়েছিলো পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশে ফিরে আসার কারণ পরিষ্কার করেছেন তিনি।

এমন কারণে পেশাদারিত্ব ছাপিয়ে দেশে ফিরে আসাটাই যেন কাম্য। মোসাদ্দেক সৈকতের রত্নগর্ভা মা হোসনে আরা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মোসাদ্দেকের পোস্টে তার মায়ের বর্তমান অবস্থার একটা ছবিও ছিলো। ছবিতে দেখা যাচ্ছে একটি বিশেষ পরীক্ষা করা হচ্ছে হোসনে আরা বেগমের৷ সৈকত আরো জানান, তার মায়ের যকৃৎ ঠিকঠাক কাজ করছে না। সেরে ওঠার জন্য অপারেশন প্রয়োজন দ্রুত। তার সকল ভক্ত সহ দেশের মানুষের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন সৈকত। তিনি এটাও জানিয়েছেন, ক্রিকেট ও বাংলাদেশ দল সবসময় তার অবিচ্ছেদ্য অংশ।

মোসাদ্দেক হোসন সৈকতের আর টেস্ট সিরিজে অংশগ্রহণ করা অনেকটাই অনিশ্চিত। তার বদলে টেস্টে কাকে ডাকা হবে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

ছবির সূত্রঃ মোসাদ্দেক হোসেন সৈকত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »