অসহায় ৯১ ক্রীড়াবিদের পাশে তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের  শুরু থেকেই অসহায় মানুষদের সহায়তা করে আসছিলেন তামিম ইকবাল। তারই ধারাবাহিকতাই এবার ওয়ানডে অধিনায়ক পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন খেলার সাথে জড়িত  ক্রীড়াবিদদের পাশে। এই খারাপ সময়ে অসহায় দুর্বিষহ অবস্থায় রয়েছেন, এমন ৯১ ক্রীড়াবিদদের এককালীন অর্থ সহায়তা করেছেন তামিম।

তামিমের এই সহায়তা কার্যক্রম সমন্বয়কারীদের একজন ছিলেন সাবেক ক্রিকেটার ও এখনকার কোচ হুমায়ুন কবির শাহিন। অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, “সবমিলিয়ে ৯১ জন ক্রীড়াবিদকে সহায়তা করেছেন তামিম। দেশের বিভিন্ন প্রান্তে থাকা এই সকল ক্রীড়াবিদদের সবার কাছেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।”

শাহিন আরো জানান, বিভিন্ন ভাবে অসহায় ক্রীড়াবিদদের তালিকা সংগ্রহ করে, সবার সম্পর্কে সঠিক সব খোঁজ খবর নিয়ে যারা আসল অর্থেই অসহায় তাদের তালিকা করে এই সহায়তা করা হয়েছে। ক্রিকেট থেকে শুরু করে  ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস, এবং হকিসহ প্রায় সব ধরণের খেলার ক্রীড়াবিদ রয়েছেন এই তালিকায়।

এর আগে তামিম পত্রিকায় খবরের মাধ্যমে জেনে তিনি আর্থিক সহায়তা করেছেন জুনিয়র অ্যাথলেটিকসের দ্রুততম মানব সামিউল ইসলামকে। তারপর নারায়ণগঞ্জে ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়েছেন তিন দফায় এছাড়া তামিম নাফিসা খানের নিকটও দিয়েছেন খাদ্যদ্রব্য সামগ্রীর উপহার।

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »