অষ্ট্রেলিয়ার অধিনায়ক হবেন স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময় ফুটবল বিশ্বে দাপটের সাথে খেলা এবং সকলের কাছে আলোচনা সমালোচনা যাদের নিয়ে চলে তারা হলো আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তেমনি ক্রিকেটে এক দ্বৈরথ আছে সেটি হলো ভারতের বিরাট কোহলি এবং অষ্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

বল টেম্পারিং এর দায় নিয়ে এক বছর নিষেধাজ্ঞায় কাটিয়েছিলেন স্টিভ স্মিথ। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফিরেছেন স্মিথ। আর খেলেছেন বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ। বিশ্বকাপে চারটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ১০ ম্যাচে ৩৭৯ রান। আর অ্যাশেজে দুর্দান্ত খেলেই যাচ্ছেন। অ্যাশেজে ৫ ইনিংসে ৬৭১ রান করেছেন। নিষেধাজ্ঞার পরও তার এমন প্রত্যাবর্তন সকলকে অবাক করেছে।

অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর যিনি কিনা ছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যাঙ্ক্রফটকে নিষেধাজ্ঞার সময় অষ্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের একজন অংশ। তিনি বিশ্বাস করেন অষ্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে খুব দ্রুত ফিরে আসবেন স্টিভ স্মিথ।

যখন স্টিভ স্মিথকে নিষেধাজ্ঞা করা হয়েছিলো তখন তাকে বলা হয়েছিলো একবছর অষ্ট্রেলিয়া দলে খেলতে পারবে না। এবং এর পরবর্তী আরো একবছর অষ্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারবেন না।

মার্ক টেলর বলেন, ” টিম পেইনকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অধিনায়ক করা হয়েছে তাই তার সময় শেষ হয়ে গেলে আবারো স্মিথ অধিনায়ক হিসেবে ফিরে আসবে। “

টিম পেইন পরবর্তী অধিনায়ক হিসেবে উসমান খাজা কিংবা ট্রাভিস হেডকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হলেও তারা এই অ্যাশেজে ছিলেন বেশ ব্যর্থ। আর প্যান্ট কামিন্স কিংবা জস হ্যাজেলউডকে বিবেচনা করলেও তাদের সম্ভাবনা কম। তাই হয়তো দুর্দান্ত পারফরম্যান্স করা স্টিভ স্মিথ হয়তো খুব দ্রুতই অধিনায়ক হবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »