অল স্পিন অ্যাটাককে সমর্থন নাফীসের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে স্বীকৃত কোনো পেয়াস্র ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুধুমাত্র স্পিন অ্যাটাক নিয়ে মাঠে নামাকে সমর্থন দিচ্ছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে ম্যাচের ধারাভাষ্য দেয়া শাহরিয়ার নাফীস।

উইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশ দল যে ম্যাচটি জিতেছিল সেখানেও ছিল স্পিনারদের আধিক্য। শুধু আধিক্য বলাই চলে না, সেই ম্যাচে ছিলেন না কোনো পেসার। ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পাওয়া ম্যাচটি থেকেই মূলত স্পিনারদের উপর নির্ভরতা বেড়ে গেছে বাংলাদেশ তিম ম্যানেজমেন্টের।

আফগানদের বিপক্ষে ম্যাচ শুরু হবার আগেরদিনই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেইলেন একাদশে থাকতে পারে বাড়তি স্পিনার। সেটাই যেন কড়ায়গণ্ডায় মিলে গেল ম্যাচের দিন সকালে। পেসারবিহীন বাংলাদেশ দল মুখমুখি হয়েছে আফগানদের।

এদিকে এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তার মতে অল স্পিন অ্যাটাক নিয়ে মাঠে নামা যথেষ্ট সঠিক সিদ্ধান্ত ছিল। নাফীস বলেন, ‘আমার মনে হয় সিদ্ধান্তটা সঠিক। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন দলে ম্যাচ জেতানোর মত স্পিনার ছিল শুধুই রফিক ভাই। তাছাড়া টেস্ট ম্যাচ যে জিতব সেই মানসিকতা ইয়েও খেলতাম না! মুখস্ত ফর্মুলায় দল গঠন করা হত। একাদশে দুই-তিনজন পেসার নেয়া হত। তবে এখন দলে অনেক ম্যাচ উইনার স্পিনার আছে তাই তিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত সঠিক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »