নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় লীগ ‘এনসিএল’ এর ২১তম আসরে চ্যাম্পিয়ন হলো অলক কাপালি’র সিলেট ডিভিশন। শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম ডিভিশনকে ৯ উইকেটে হারিয়েছে তারা। রুহেল মিয়ার ১৩ উইকেটে সহহে জয় তুলে নেয় তারা।
বগুড়ায়, শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেটের অধিনায়ক অলক কাপালি। টসে হেরে উদ্বোধনী জুটি ব্যাট করতে নামেন পিনাক ঘোষ ও সাদিকুর রহমান। চট্টগ্রামের দলীয় ০ রানে ইমরান আলী’র বলে এলবিডব্লু আউট হয়ে ফিরেন যান ওপেনার সাদিকুর (০)। তার পর কেউ বড় রানের ইনিংস খেলতে পারেনি।
রুহেল মিয়ার অগ্নি ঝড়া বোলিংয়ের কাছে তছনছ হয়ে যায় চট্টগ্রাম ডিভিশন। ২৬ রানের বিনিমিয়ে একাই নেন আটটি উইকেট। ফলে চট্টগ্রাম ডিভিশন ৩৫.১ ওভারে ১০৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে রুহেল মিয়ার অসাধারণ বোলিং পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে দারুণ শুরু করে সিলেট। এক ফিফটিতে ও দুটি ৪০+ ইনিংসে ৬৫ ওভারে অলআউট হয়ে ২৩০ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের খেলেন আমাইট হাসান। তাছাড়া অলক কাপালি ৪১ ও গালিব ৪০ রানের ইনিংস খেলেন। তাদের সর্বোচ্চ ছয়টি উইকেট নেন ইফরান হোসেন।
দ্বিতীয় ইনিংসে ৫১.১ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ইরফান সুক্কুর ৬৬ ও সাদিকুর রহমান ৬২রান করেন। প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া রুহেল মিয়া নেন ৫টি উইকেট। যার ফলে ২০০ না পেরোতে থেমে যায় চট্টগ্রামের রান। দুই ইনিংসে মোট ১৩টি উইকেট নেন রুহেল।
জবাবে সিলেট ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে জয়ের প্রান্তে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-
চট্রগ্রাম ডিভিশন – ১০৬ এবং ১৬৫
সিলেট- ২৩০ এবং ৪৫
ফলাফলঃ সিলেট ৯ উইকেটে জয়ী ও ম্যাচ সেরা রুহেল মিয়া।