অর্ধশতকের দ্বারপ্রান্তে ‘দ্যা ফিজ’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সেরা পেসার মুস্তাফিজ। কিছুদিন যাবৎ একটু খরুচে হলেও, উইকেটটা নিচ্ছেন নিয়মিতই। এরইমধ্যে ওয়ানডে ক্রিকেটে ৫৪ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ফলে ওয়ানডেতে বাংলাদেশী বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন। এবার টি-২০ ক্রিকেটেও এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজ।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ। আর এর আগেই বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর মাত্র ২ উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেটি ক্লাবে প্রবেশ করবেন তিনি। একই সাথে বিশ্বের চতুর্থ দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন তিনি। ফিজের আগে আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নেন শ্রীলঙ্কান অজান্তা মেন্ডিস, দক্ষিণ আফ্রিকান ইমরান তাহির ও আফগানিস্তানের রশিদ খান।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত মুস্তাফিজ উইকেট শিকার করেছেন ৩০ ম্যাচে ৪৮ টি, ইকোনমি রেট ৭.৬৭ এবং গড় ১৭.৬৬। ১৩ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দুটি উইকেট পেলেই বাংলাদেশী বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট শিকারী বোলার হবেন তিনি।

৫০ উইকেট পাওয়ার জন্য তাহির ও রশিদের ম্যাচ খেলতে হয়েছে ৩১ টি আর অজান্তা মেন্ডিসের লেগেছে ২৬ টি ম্যাচ। তারা তিনজনই ছিলেন স্পিনার। ফলে প্রথম পেসার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করবেন মুস্তাফিজুর রহমান।

★ বাংলাদেশী পাঁচ বোলারের টি-টোয়েন্টিতে বর্তমান উইকেট সংখ্যা–

১. ৭২ ম্যাচে ৮৮ উইকেট শিকার করে সবার উপরে আছেন সাকিব আল হাসান।

২. ৩১ ম্যাচে ৪৮ উইকেট শিকার করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দ্যা ফিজ।

৩. ৩৪ ম্যাচে ৪৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আব্দুর রাজ্জাক।

৪. ৫৪ ম্যাচে ৪২ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

৫. ২৫ ম্যাচে ৩৯ উইকেট শিকার করে পঞ্চম স্থানে রয়েছেন আল-আমিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »