অরুণ জেটলিতে ম্যাচের বিপক্ষে গম্ভীর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৩ নভেম্বর দিল্লিতে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজের ১ম টি-২০। বর্তমানে সফররত বাংলাদেশ টিম সেখানে অনুশীলন করছেন। কিছুদিন আগেই দিওয়ালি উৎসব শেষ হলো। দিওয়ালিতে স্বভাবতই দিল্লির পরিবেশ অনেক দূষিত থাকে। তাই দিওয়ালির পর ম্যাচ আয়োজন নিয়ে আগে থেকেই ছিলো নানান সংশয়। যদিও বা ভারত ক্রিকেট প্রশাসন ম্যাচ দিল্লিতে হওয়ার ব্যাপারে আশাবাদী।

দিওয়ালির পর দিল্লিতে অতিরিক্ত দূষণ বেড়ে যাওয়ায় অনুশীলনে বেগ পেতে হয়েছে মাহমুদ-মুশফিকদের। অনেকেই মাস্ক পড়ে অনুশীলনে নামেন। জাতীয় কোচ রাসেল ডোমিঙ্গো বিডি ক্রিকটাইমের সাক্ষাৎকারে বলেন – তিনি খাপ খাইয়ে নিতে পারছেন নাহ৷ শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।

অন্য দিকে সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান রাজনীতিবিদ গম্ভীর ও দিল্লিতে ম্যাচ হওয়ার ব্যাপারে নারাজ। এ-ই পরিবেশে ম্যাচ হওয়াটা অনুচিত মনে করছেন তিনি৷ অথচ অরুণ জেটলি স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত ম্যাচের জন্য। তিনি বলেই দিয়েছেন ম্যাচ অন্যত্র সরিয়ে ফেলা উচিত। এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কোনো ম্যাচ বা স্পোর্টিং ইভেন্টের চেয়েও দিল্লির মানুষেরা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি না দিল্লিতে কোনো ম্যাচ আয়োজন করা উচিৎ, অন্তত যতক্ষণ পর্যন্ত পরিবেশের অবস্থা নিয়ন্ত্রণে আসে। দিল্লির সবচেয়ে বড় ইস্যু এখন এই দূষণ।’

তিনি পরিবেশ দূষণের ব্যাপারেই জোর দিচ্ছেন বেশি৷ যদিও বা ভারতীয় ক্রিকেট বোর্ড এটা মানতে নারাজ যে, দিল্লির পরিবেশ খেলার অনুপযোগী। বিসিসিআই এ-র বিশ্বাস ম্যাচ দিল্লিতেই হবে যথাসময়ে, এক্ষেত্রে ম্যাচে কোন প্রভাব পড়বেনা। আর অরুণ জেটলিও প্রস্তুত ম্যাচের জন্য। সাথে দিল্লিবাসী প্রস্তুত নিজেদের ভূখন্ডে ম্যাচ আয়োজন নিয়ে। সবার আগ্রহের সীমা নেই৷

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »