অভি‌ষে‌কের প্রথম আঘাত, ব্যাকফু‌টে ভারত! ‌

শোয়েব আক্তার »

অনুর্ধ্ব-১৯ বিশ্বকা‌পের ফাইনা‌লে শুরু থে‌কেই প্র‌তিপক্ষ ভারত অনুর্ধ্ব-১৯ দ‌লের উপর প্রভাব বিস্তার ক‌রে বো‌লিং ত‌রে যা‌চ্ছে বাংলা‌দেশ। ইতোম‌ধ্যে দলীয় ৯ ও ব্য‌ক্তিগত ২ রা‌নে উদ্ভোধনী ব্যাটসম্যান সা‌ক্সেনা‌কে মাহমুদুল হাসান জ‌য়ের ক্যাচ বা‌নি‌য়ে সাজঘরে ফেরত পা‌ঠি‌য়ে‌ছেন একাদ‌শে আজ নতুন যুক্ত হওয়া পেসার অভি‌ষেক দাস। ইনিং‌সের সপ্তম ও ব্য‌ক্তিগত প্রথম ওভা‌রেই সাফল্য এনে দেন তি‌নি।

এর আগে প‌চে‌ফেস্ট্রু‌মে গত রা‌তের বৃ‌ষ্টির কথা মাথায় রে‌খে টস জি‌তে বো‌লিং এর সিদ্ধান্ত নেন বাংলা‌দেশ অধিনায়ক আকবর আলি। ‌পি‌চের আদ্রতা কে কা‌জে লাগা‌তে অধিনায়ক বল তু‌লে দেন দুই পেসার শ‌রিফুল ইসলাম ও তান‌জিম হাসান সাকি‌বের হা‌তে। দুজ‌নেই অধিনায়‌কের আস্থার প্র‌তিদান দি‌তে শুরু ক‌রেন।প্রথম দুই ওভা‌রে কোন রান নি‌তে পা‌রে নি ভারত। ই‌নিং‌সের প্রথম বাউন্ডা‌রি আসে অষ্টম ওভা‌রে।

‌শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার প্লে’র দশ ওভা‌রে ১ উইকেট হা‌রি‌য়ে ২৩ রান সংগহ ক‌রে‌ছে ভারত। সেমি-ফাইনা‌লের সেঞ্চু‌রিয়ান যস্ব‌সি জেসওয়াল ৩৭ বল থে‌কে ১৪ ও তিলক বার্মা ৮ বল থে‌কে ২ রান নি‌য়ে অপরা‌জিত আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »