অভিষেক টেস্ট ম্যাচে বল করতে বাঁধা ফার্গুসেনের

এ কে শাহেদ »

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন কিউই তারকা লকি ফার্গুসেন। তার পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডে দলে নিয়মিত মুখ তিনি। তবে খেলা হয়নি একটি টেস্ট ম্যাচও। সে অপেক্ষা প্রহর শেষ করে পার্থে দিবা-রাত্রির টেস্ট স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় এ গতিময় পেসারের।

তবে রাঙ্গাতে পারেননি অভিষেক ম্যাচটি। পড়েছেন ইঞ্জরিতে, এখন আবার বাড়লো অপেক্ষা। যার ফলে ম্যাচটিতে আর কোনো বোলিং করতে পারবেন না তিনি। দিবা-রাত্রির টেস্টে অভিষেক হয়েও দুঃসংবাদ শুনতে হচ্ছে এ কিউই তারকাকে। প্রথম দিনের মাএ এক সেশন খেলেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

কাফ মাসল ইনজুরিতে পড়েছেন ফার্গুসন। যার ফলে আর এ ম্যাচ খেলা হচ্ছে ফার্গুসেনের। অভিষেক ম্যাচেই ইঞ্জরি যা কিউইদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ। এখন আবার বদলি ক্রিকেটার ও নামাতে পাড়ছে না উইলিয়ামসনের নিউজিল্যান্ড। আইসিসি নিয়মে শুধু কনকাশন ইনজুরিতে বদলি ক্রিকেটার নামাতে পারবে।

ফার্গুসনের এমআরআই করার পর দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ডান কাফ মাসলে চোট পেয়েছেন ফার্গুসন। ফলে পার্থ টেস্টে আর বল করতে পারবে না। তবে জানানো হয়েছে দলের প্রয়োজনে ব্যাট হাতে নামতে পারবেন তিনি।ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে অভিষেক হয়েছিল তার। সেটিও আবার দিবা-রাত্রির টেস্টে, এখন আর রাঙ্গানো হচ্ছে না লকি ফার্গুসেনের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »