ডেস্ক রিপোর্ট »
ফুটবলের প্রতি তার অগাধ ভালোবাসা, এই ভালোবাসা থেকেই ফুটবলের ক্লাব ফ্রেন্ডস ক্লাব প্রতিষ্ঠা করেন নব্বই দশক আগে, এই নব্বই দশক ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নিজেই। ক্রিকেটেও তার পরিচিতি কম না,ক্রিকেট অঙ্গনে বাবু নামের বেশ ক’জন থাকায় তাকে গোপী বাবু নামে চিনত সবাই। তবে তার পুরো নাম সামছুল ইসলাম বাবু।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও উঠিয়েছেন এক সময় নিজের হাতে গড়া ক্লাবটিকে। সময়ের আবর্তে অর্থ কষ্টে ক্লাবটি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে দ্বিতীয় বিভাগে মহল্লার বড় ভাই প্রখ্যাত সঙ্গীত শিল্পী আজম খানও তার ক্লাবে খেলেছেন ক্রিকেট। বর্তমানে বিসিবি’র গ্রাউন্ডস কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট নিবেদিতপ্রান এই সংগঠক বাংলাদেশের অভিষেক টেস্ট আয়োজনের সঙ্গে ছিলেন সম্পৃক্ত।
বাংলাদেশের অভিষেক টেস্টের ২ দশক পূর্তির দিনে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেল ৩টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে,আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে এক নিকটাত্মীয় কাছে জানা গেছে।
তার অকাল মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে।
নিউজ ক্রিকেট / সুফিয়ান।