অভিষেকেই রেকর্ডের মালিক কর্নওয়াল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাহকিম কর্নওয়াল উইন্ডিজ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। পারফর্ম করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। অপেক্ষায় ছিলেন জাতীয় দলে স্বপ্নের অভিষেকের। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে রেকর্ডের মাধ্যমে। টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেকের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেন কর্নওয়াল।

বিশ্বের সবচেয়ে বেশী ওজনের ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার রেকর্ডটা এতদিন ছিলো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ারউইক আর্মর্স্ট্রংয়ের। ১৩৩ থেকে ১৩৯ ওজনের এই ক্রিকেটার এই রেকর্ডের মালিক ছিলেন এতদিন। কিন্তু এতদিনের পুরনো এই রেকর্ড ভেঙে অভিষেক হলো ২৬ বছর বয়সী কর্নওয়ালের। ১৪০ কেজি ওজনের এই ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার মাধ্যমেই আর্মর্স্ট্রংয়ের রেকর্ড ভেঙেছেন।

রাহকিম কর্নওয়ালের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। তিনি মূলত ডান হাতি অফ স্পিন অলরাউন্ডার। শুক্রবার ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২য় ম্যাচে অভিষিক্ত কর্নওয়াল বল হাতে তুলে নিয়েছেন উইকেটও। সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া ফিল্ডিংয়েও কর্নওয়াল ছিলেন দুর্দান্ত। স্লিপে দাঁড়িয়ে ধরেছেন গুরুত্বপূর্ণ দুটি ক্যাচও। লোকেশ রাহুল ও মৈয়াঙ্ক আগারওয়ালের ক্যাচ ধরেছেন তিনি।

তাঁর অভিষেকের দিনে জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ভারতের সাথে সমানে সমানে লড়েছে উইন্ডিজ। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ১ম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬৪ রান। হনুমা বিহারী ৪২ আর ঋষভ পন্থ ২৭ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে অধিনায়ক কোহলি সর্বোচ্চ ৭৬ ও মৈয়াঙ্ক আগারওয়াল করেন ৫৫ রান। উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার তিনটি এবং কর্নওয়েল ও রোচ একটি করে উইকেট নিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »