অভিজ্ঞ ও তরুনদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল রাজশাহী রয়্যালসের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট শেষে অভিজ্ঞ ও তরুন ক্রিকেটারদের সমন্বয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ দল গড়েছে রাজশাহী রয়্যালস।তরুন আফিফ হোসেন ধ্রুব,ইরফান শুক্কুর,মিনহাজুল আফ্রিদি, নাহিদুল ইসলামের মতো তরুন ক্রিকেটারদের উপর আস্থা রেখেছে দলটি।গতবছর আফিফ খেলেছিল সিলেটের হয়ে আর তরুন প্রতিভাবান লেগ স্পিনার মিনহাজুল আফ্রিদি মাঠ মাতিয়েছিল ঢাকার হয়ে।

তরুন ক্রিকেটারের পাশাপাশি দেশী অভিজ্ঞ ক্রিকেটারদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলটি।অলক কাপালি,তাইজুল ইসলাম,লিটন কুমার দাস,ফরহাদ রেজা,আবু জায়েদ রাহী,কামরুল ইসলাম রাব্বির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা রেখে দল গঠন করেছে তারা।

এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে অভিজ্ঞ রবি বোপারার সাথে দলে নেওয়া হয়েছে আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই, পাকিস্তানি দুই ক্রিকেটার মোহাম্মদ নেওয়াজ ও মোহাম্মদ ইরফানকে দলে ভিড়িয়েছে দলটি।

অভিজ্ঞজ ও তারন্যের সমন্বয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএলে চমক উপহার দিতে প্রস্তুত দলটি,এমনটাই আশাবাদী দলের কোচ ও অনান্য কর্মকর্তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »