অবহেলিতদের পাশে দাঁড়ালেন তামিম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষগুলি রাত-দিন এক করে পরিশ্রম করে মাঠ খেলোয়াড়দের খেলার উপযোগী করে তোলে তারা ভাসছে অবহেলার সাগরে। মাস শেষে যে পারিশ্রমিক টুকু তাদের প্রদান করা হয়, তা দিয়ে পরিবার নিয়ে খেয়ে পড়ে বাঁচতেই একপ্রকার হিমশিম খেতে হয় তাদের। এ নিয়ে আজ পর্যন্ত মুখ খুলেননি কোনো ক্রিকেটার। তবে এবার এমন মানুষগুলোর পাশেই দাঁড়ালেন দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান।

গতকাল (২১ অক্টোবর) ক্রিকেটাররা মিরপুর একাডেমি মাঠে বোর্ডকে তাক করে ১১টি দাবি ছুঁড়ে দেয়, যা এগারো দফা নামে অভিহিত হয়। এ সময় দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার ক্রিকেটের বাইরে থাকবে বলেও হুমকি দেন ক্রিকেটাররা। ১১টি দাবির মধ্যে, তামিম ইকবালের দাবিটি ছিলো অসহায়দের কেন্দ্র করে করা।

দেশসেরা এ ব্যাটসম্যান বলেন, ‘আমরা ক্রিকেটাররা শুধু নিজেদের কথাই ভাবছি না। আপনি যদি দেখেন, গ্রাউন্ডসম্যানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটি করে মাঠগুলো খেলার উপযোগী করে তোলে। আর মাস শেষে তাদের এই অক্লান্ত পরিশ্রমের দাম দেওয়া হয় মোটে ৫ হাজার টাকা। নগন্য এই পারিশ্রমিক দিয়ে তাদের চলতে ফিরতেই অসুবিধা হয়।’

এছাড়াও তামিম ইকবাল কথা বলেন স্থানীয় কোচ ও আম্পায়ারদের নিয়ে। তার ভাষ্যমতে, ‘অনেক সময় আম্পায়ারিং নিয়ে কথা হয়। কিন্তু আম্পায়াররা মাঠ থেকে নিরাপদে বাসায় ফিরবে, সে নিরাপত্তা কি আদো আছে তাদের? স্থানীয় কোচদের ঠিকমতো মূল্যায়ন করা হচ্ছে না। একজন বিদেশী কোচকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়, সে পরিমাণ অর্থ দেশী ২০ জন কোচকেও দেওয়া হয় না। শুধু তাই নয়! দেশের একজন কোচ বিদেশ সফরে গিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। অথচ পরের ট্যুরেই তাকে আর রাখা হয়নি।’

প্রসঙ্গত, এর আগেও দেখা গেছে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে অবহেলিত যারা আছে তাদের পাশে দাঁড়িয়েছে তামিম ইকবালকে। বরাবরের মতো এবারো তিনি অসহায়দের হয়েই কথা বললেন। স্থানীয় কোচ, গ্রাউন্ডসম্যান, ফিজিও, ট্রেনার সবাইকে যেনো তাদের প্রাপ্য সম্মানটাই দেওয়া হয়। — এটাই দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালের চাওয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »