অবসর ভে‌ঙ্গে ক্যারিবীয় দ‌লে ফির‌ছেন ডোয়াইন ব্রা‌ভো

শোয়েব আক্তার »

২০১৬ সা‌লে ক্রি‌কেট বো‌র্ডের কর্মকর্তা‌দের সা‌থে ব‌নিবনা না হওয়ায় আন্তর্জাতিক ক্রি‌কেট থে‌কে অবসর নি‌য়ে নেন ও‌য়েস্ট ইন্ডি‌জের তারকা পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রা‌ভো।

জাতীয় দল ছে‌ড়ে দি‌লেও বি‌ভিন্ন দে‌শের ফ্যাঞ্চাই‌জি লী‌গে খে‌লে যা‌চ্ছেন তি‌নি।এবার অবসর ভে‌ঙ্গে জাতীয় দ‌লে ফেরার ঘোষণা দি‌লেন ডোয়াইন ব্রা‌ভো।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাভো বলেন, ‘সারা বিশ্বের ভক্ত-সমর্থকদের জানাচ্ছি আমি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। তবে এটি পরিষ্কার যে, বোর্ডে অনেক পরিবর্তন এসেছে। ইতিবাচক কিছু কারণেই ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। কোচ ফিল সিমন্স আছে, অধিনায়ক পোলার্ড আছে। বিশেষ কিছুর অংশ হতে মুখিয়ে আছি।’

ব্রা‌ভোর বিজ্ঞ‌প্তি প‌ড়েই বুঝা যায় মূলত বোর্ড কর্মকর্তা‌দের বড় রদবদল তাঁ‌কে পুণরায় জাতীয় দল মু‌খি কর‌ে তু‌লে‌ছে।

চার বছর পর আগামী বছ‌রের অক্টোব‌রে অস্ট্রে‌লিয়ায় অনু‌ষ্ঠিত হ‌তে যাওয়া টি-২০ বিশ্বকা‌পে অংশ নেওয়ার ল‌ক্ষ্যে দ‌লে ফেরার ঘোষণা দি‌লেন ব্রা‌ভো।

ব্রাভো বলেন, ‘শক্তিশালি এক দল নিয়ে টি-২০ বিশ্বকাপে ভালো কিছু করতে পারি। দলে সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দিব। আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

ও‌য়েস্ট ইন্ডিজ দ‌লে ডোয়াইন ব্রা‌ভো কে য‌দি আবার মূল্যায়ন করা হয় ত‌বে আসন্ন টি-২০ বিশ্বকা‌পে বা তার আগে আবারও দেখা যা‌বে বিধ্বংসী কিছু শর্টস কিংবা উইকেট নেওয়ার পর ব্য‌তিক্রম ধর্মী সে‌লি‌ব্রেশন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »