নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন অলরাউন্ডার যুবরাজ সিং। হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং। তবে সম্প্রতি জানিয়েছেন আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান তিনি। আর যুবরাজের এই অনুরোধ রাখল না বিসিসিআই।
২০০৭ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরবর্তীকাল ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল যুবরাজ সিংহের। শেষবার ২০১৭ সালে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর গতবছরই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার।
আসন্ন সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অবসর ভেঙে আবারো ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছিলেন যুবরাজ। তবে তার এই স্বপ্ন সত্যি হতে দেননি ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বিসিসিআইয়ের কাছে অবসর ভেঙে খেলার অনুমতি চাইলে সরসরি না করে দেয় বোর্ড। এ কারণে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তার দলের।