অবসর ভেঙে নিজেকে বাচ্চার মত লাগে ব্রাভোর!

কে এম আবু হুরায়রা »

বোর্ডের সাথে দন্দের জেরে অভিমানে অবসর নিয়েছিলেন ব্রাভো। হঠাৎ করেই ঘোষনা দেন তিনি আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলবেননা৷ বড় দৈর্ঘ্যের ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজ দলটির শ্রেষ্ঠত্ব হারিয়েছে অনেক আগেই। “টি২০ ফরম্যাটেও ক্যারিবিয়ানরা ছিলো আতঙ্কের নাম” কথাটি অতীত। তবো ধু ধু মরুভূমির ভিতরে এক ফোঁটা পানির মত ফিরে এসেছেন ডুয়াইন ব্রাভো৷

ক্রিকেটে ফিরে এক সাক্ষাৎকারে নিজেকে আগের থেকে অনেকটা বাচ্চার মত লাগে বলেই জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকা।

ব্রাভো বলেন, ” প্রধান নির্বাচক হার্পারের ফোন পাওয়ার পর নিজেকে বাচ্চা মনে হচ্ছিলো। আমাকে পেয়ে তারা আনন্দিত। বোর্ডে কিছু পরিবর্তন আসায় ফিরে আসার ব্যাপারটি নিয়ে ভাবছিলাম আমিই। দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি৷ আমি আমার সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। “

এ মাসেই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক জার্সি পুনরায় গায়ে জড়াবেন ব্রাভো।

তবে টি২০ ব্যাতিত অন্য কোন ফরম্যাটে ফেরার ইচ্ছে নেই তার। টি২০ খেলেই দর্শক সমর্থকদের মাতাতে চান ব্রাভো। ব্রাভো জানান, ” আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ খেলবো। আমার মনে হয় এতে সমর্থক এবং তরুণ প্রতিভাবানদের জন্য রোমাঞ্চকর হবে। “

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »