অবসরের ইঙ্গিত পেইনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে কলঙ্কিত অধ্যায় নাম লিখিয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এ ঘটনায় এক নিষিদ্ধ হয়েছিলেন এই তিন ক্রিকেটার। টেস্ট অধিনায়ক স্মিথ নিষেধাজ্ঞার ফলে দায়িত্ব হারানোর পর থেকে অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পান টিম পেইন। এ কঠিন সময়ে দায়িত্ব পালন করা এই উইকেট কিপার ব্যাটসম্যান এবার অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ সিরিজে ৭৭৪ রান করেছেন তিনি। স্মিথের সম্প্রতি পারফরম্যান্সে অধিনায়কের দায়িত্ব হারাতে পারেন টিম পেইন। আগামী বছর উঠে যাচ্ছে স্মিথের নিষেধাজ্ঞা। সামনে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।এ সময়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।

অবসরে ইঙ্গিত দিয়ে টিম পেইন বলেন, ‘এটা হতে পারে (আমার শেষ মৌসুম), অবশ্য আমি একেবারে নিশ্চিত নই। আমি ক্রিকেট উপভোগ করছি। শারীরিক ও মানসিকভাবে ভালো আছি। তাই যতক্ষণ এভাবে চলতে থাকে, আমি যদি যথেষ্ট রান করতে পারি এবং সুস্থ থাকি হয়তো খেলতে থাকবো। আপাতত বেশি দূরে তাকাতে চাই না, এই মৌসুম নিয়েই আমি ভাবছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »