অবশেষে হাসলো লিটনের ব্যাট

নিউজ ডেস্ক »

গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না বাংলাদেশী ব্যাটার লিটন কুমার দাস। কয়েক ম্যাচে ভালো শুরুর পরেও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন তিনি। আবার কয়েকটা ম্যাচে লিটনের স্ট্রাইক রেট ছিল বেমানান। অবশেষে নিজের জাত চেনালেন লিটন। ব্রাম্পটন উলভসের বিপক্ষে হেসেছে তাঁর ব্যাট। লিটনের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতেছে সারে জাগুয়ার্স।

ব্রাম্পটনের দেয়া ১২৯ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সারের। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ৯৯ রান যোগ করেন সারে অধিনায়ক ইফতেখার আহমেদ ও লিটন কুমার দাস।

সুযোগ পেলেও এতদিন নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছিলেন না বাংলাদেশের এই ক্রিকেটার। তবে ব্রাম্পটনের বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন লিটন, যদিও পঞ্চাশ ছোঁয়ার আগে ব্যক্তিগত ৪৪ ও ৪৬ রানে দু’বার জীবন পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।

লিটনকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ইফতেখার আহমেদ। এদিকে হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন। শহিদ আহমদজাইয়ের লেগ স্টাম্পের বলে একটু জায়গা করে লেট কাট করতে গিয়ে জনসনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েব তিনি। আউট হওয়ার আগে লিটন খেলেছেন ৪৫ বলে ৫৯ রানের ইনিংস।

ম্যাচজয়ী এমন ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন। বিদেশী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথম ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাংলাদেশী এই উইকেটরক্ষক ব্যাটার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »