নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে বাংলাদেশের বিপক্ষে স্বস্তির জয়ের দেখা পেয়েছে কিইইউ যুবারা। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে টাইগার যুবাদের কাছে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা।অবশেষে সিরিজের ৪র্থ ম্যাচে এসে নিজেদের স্বস্তির জয়ের পাশাপাশি কিউইউরা থামালো টাইগার যুবাদের জয়রথ।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের ৪র্থ একদিনের ম্যাচে বাংলাদেশী যুবাদের ৪ উইকেটে হারায় স্বাগতিকরা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪ অর্ধশতকের কল্যানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে টাইগার যুবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২৯৫ রান।
টাইগারদের হয়ে অর্ধশতক হাকান অধিনায়ক আকবর আলী,ফারভেজ হোসেন,তৌহিদ রিদয় ও তানজিদ হাসান।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই শুভসূচনা পায় টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে তানজিদ এবং ইমন মিলে দারুণ এক জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৭১ রান। ৫১ রান করে তানজিদ আউট হয়ে বিদায় নিলেও দলের রানের চাকা সচল রাখেন ইমন ও রিদয়।
ব্যক্তিগত ৫৫ রানে ইমন বিদায় নিলে ক্রিজে আসেন দলপতি আকবর আলী। আকবর এবং রিদয়ের দুজনের আরো দুটি অর্ধশতকে শেষ পর্যন্ত ২৯৫ রানের পূঁজি পায় বাংলাদেশ।
২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরবর্তীতে টপ অর্ডার ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে টাইগারদের দেওয়া লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড। যার ফলে সিরিজে নিজেদের প্রথম জয় পায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৯৫-৮ (৫০ ওভার)
রিদয় ৭৩ আকবর ৬৬ ইমন ৫৫ তানজিদ ৫১
হ্যানকক ৭৩/৩
নিউজিল্যান্ড: ২৯৬-৬ (৪৯.১ ওভার)
ল্যালম্যান ৭৬ ট্যাশকফ ৬৬* হোয়াইট ৪৫
গালিব ৭৮/৩
ফলাফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী