অবশেষে ডোমিঙ্গোর বিদায়, পদত্যাগপত্র বিসিবিতে জমা

ক্রীড়া প্রতিবেদক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিতর্কিত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো অবশেষে বিদায় বলে দিলেন বাংলাদেশ ক্রিকেটকে। এই মুহুর্তে তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় বড় দিনের ছুটি কাটাচ্ছেন। তবে তিনি জানিয়ে দিয়েছেন, আর ফিরছেন না বাংলাদেশে।

ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী ডোমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন।  এর পরই ছুটি কাটাতে নিজ দেশে চলে যান। যদিও আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ও টেস্টে জাতীয় দলের প্রধান কোচের ভুমিকা পালন করার কথা।

গত এশিয়া কাপের আগে টি-টোয়েন্টির দায়িত্ব হারিয়েছেন ডোমিঙ্গো। এবার ভারত সিরিজে ভরাডুবির পর টেস্ট দলের জন্যও বিকল্প কোচ খুজা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অতএব, এটা অনুমেয় যে, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর দায়িত্ব অনেকটাই হ্রাস করা হচ্ছে। তবে জানিয়ে রাখি, এর আগেও একবার ডোমিঙ্গোর পদত্যাগের রটনা ছড়িয়েছিল মিডিয়ায়। তবে সকলকে অবাক করে দিয়ে বহাল তবিয়তেই ছিলেন ডোমিঙ্গো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »