নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ভারত গিয়েছে সাইফের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচ পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে আবু হায়দার রনির রোমাঞ্চকর শেষ ওভারের মাধ্যমে জয় পায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের ৩৪.৩ ওভার খেলা গড়ানোর পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে এই ম্যাচ ৩৬ ওভারে নির্ধারণ করা হয়। আর এই ৩৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশী ব্যাটসম্যানরা। বৃষ্টি আইনে ভারত অনূর্ধ্ব-২৩ দলকে ২১৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, কোনো উইকেট না হারিয়েই ৭৭ রান তোলে ভারতীয় ব্যাটসম্যানরা।
৩৪ রান করা ইয়াশাভি ভূপেন্দ্র জাইসাওয়ালকে এলবিডব্লিউ ও ৩৪ রান করা মাধব কৌশিক রান আউটের ফলে উদ্বোধনী জুটির অবসান ঘটে। আর তারপর তিনে নামা বি আর শরৎ আর চারে নামা প্রিয়ম গার্গ হাফসেঞ্চুরি তুলে নেন। এ ছাড়া কেউই আর তেমন সুবিধা করতে পারে নি।
জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ৯ রান। বোলিং করতে আসেন আবু হায়দার রনি। ৬ বলে মাত্র তিন রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ফলে রোমাঞ্চকর এক জয় পায় বাংলাদেশ। আর এতে করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল বৃষ্টি আইনে ৫ রানের জয় পায়। ৫ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১৪৯/২ (৩৬/৩৬), সাইফ ৬৪, মেহেদী ২৫, ফারদীন ৪৭, রাব্বি ৭; ঋত্বিক ৩৯/২।
ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল ২১২/৭ (৩৬)- লক্ষ্য ছিলো ৩৬ ওভারে ২১৮, জাইসাওয়াল ৩৪, মাধব ৩৪, শরৎ ৫৫, প্রিয়ম ৫৩, ঋত্বিক ৫, সম্রাট ১১, শেঠ ১, হারপ্রীত ২*, শুভাং ০*; রনি ৮-০-৪৫-২, সুমন ৭-০-৪৪-২, তানভির ৭-০-৪৯-১।