অবশেষে আসছেন গেইল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট অঙ্গন জুড়ে চলছে গেইল’কে নিয়ে আলোচনা ও সমালোচনা। আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠবে এবাবের বিপিএল আসরের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিসিবি আসরটি নামকরণ করেছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার’। তবে এ আসর খেলতে অনাগ্রহ ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

প্লেয়ার ড্রাফট থেকে গেইল’কে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে কি করে তার নাম প্লেয়ার ড্রাফটে আসলো তা নাকি নিজেও জানেন না ক্রিস গেইল। এ কথা শুনে বিপাকে পড়ে যায় চট্টগ্রাম। তার পর থেকে পুরো ক্রিকেট অঙ্গনে বইছে গেইল ইস্যু। তবে এখন তাকে পাওয়ার আশা করছে চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গেইল’কে পেতে হলে আমাদের ৪ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার এজেন্টদের সাথে রীতিমতো কথা বার্তা চলছে। তবে পারিশ্রমিক বাড়ানো হয়েছে, যার ফলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন গেইল। দলের অবস্থা বুঝেই তাকে দলে নেওয়া হবে।’

যদি ক্রিস গেইল টূনার্মেন্টের ৪ তারিখ দলের সাথে যোগ দেয়, তাহলে চট্টগ্রামের ম্যাচ বাকি থাকবে তখন ৩টি। মানে শেষ তিন ম্যাচে পাওয়া যাব গেইল’কে। তবে দলটি আশাবাদী তিন ম্যাচে বাদেও আরো কয়েকটি ম্যাচে গেইল’কে পাবে। তবে দেখার বিষয় গেইল বিপিএল খেলতে আসেন কিনা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »