দুর্জয় দাশ গুপ্ত »
প্রায় দশ বছরের লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশও খেলতে যেতে পারে পাকিস্তানে। তবে এই সফরে যাওয়া নিয়ে শঙ্কায় আছে বাংলাদেশ দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরাও।
আসল কথা হলো খেলা পাকিস্তানে বলেই উৎকণ্ঠায় আছে টিম টাইগার্স। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এমনটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘অন্য দেশের চেয়ে পাকিস্তানে শঙ্কা কিছুটা বেশি। ক্রিকেটার আর কোচিং স্টাফরা যাবে কিনা এটাই মূল। কোচিং স্টাফদের অনেকেই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাবে না। আবার কেউ কেউ বলেছে যে যাবে তবে একদম অল্প সময়ের জন্য। বিদেশি কোচিং স্টাফদের বেশিরভাগই জানিয়েছে তারা যেতে রাজি না।’
তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত তারা যেতে চায় না। আমি ক্রিকেটারদের সাথেও কথা বলেছি এবং এখনও কথা চলছে। প্লেয়ারদের সাথে কথা বলে যা বুঝেছি, কিছু কিছু প্লেয়ার পাকিস্তানে যেতে চায় না। বেশিরভাগ ক্রিকেটার যেতে ইচ্ছুক না এখনো। তবে আবার কিছু কিছু ক্রিকেটার যেতে রাজি আছে কিন্তু একদম অল্প সময়ের জন্য।’
পাকিস্তান সফরে বাংলাদেশি ক্রিকেটারদের যেতে দিতে আপত্তি আছে তাদের পরিবারেরও। এ নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে অল্প সময়ের জন্য কেন। হঠাৎ করে যেতে চাইলে সেটা আবার অল্প সময়ের জন্যই বা কেন। সেখানে বড় একটা বিষয় হচ্ছে তাদের পরিবার। পাকিস্তান সফর নিয়ে ওদের বাবা, মা, আত্মীয় সবাই খুব বেশি চিন্তিত, এক কথায় উৎকণ্ঠিত পাকিস্তান সফর নিয়ে।’