অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

যুবদের এশিয়া কাপের অষ্টম আসরের জন্য অনূর্ধ-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকবর আলিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের বাইরেও ৫ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

গত এশিয়া কাপে সেমি ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। এবারের আসরে স্বপ্নটাকে তাই এক ধাপ এগিয়ে নিয়েই মাঠে নামবে টাইগার যুবারা। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যারা সফল হয়েছেন তাদেরকে নিয়েই গঠন করা হয়েছে দল। রিশাদ আহমেদ অবশ্য জায়গা পাননি মূল দলে। স্ট্যান্ডবাই পাঁচজনের মধ্যেই রাখা হয়েছে তাকে।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বাধা টপকে তাই সেমি ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে টাইগার যুবারা।

এক নজরে অনূর্ধ্ব-১৯ দলের ১৫ সদস্যের স্কোয়াড

আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, অনিক সরকার, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মিনহাজুর রহমান, শাহীন আলম এবং আশরাফুল ইসলাম সিয়াম।

স্ট্যান্ডবাইঃ মোহাম্মদ রিশাদ হোসেন, অভিষেক দাস, হাসান মুরাদ, অমিত হাসান, প্রান্তিক নওরেজ নাবিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »