অনুশীলনে নামছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

পুরো বিশ্বেই করোনার ভয়াবহতায় সবকিছুই স্থবির সেখানে শ্রীলঙ্কাই করোনা মোকাবেলায় এখন পর্যন্ত অন্যতম সফল দেশ বলা যায়।দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮ জন। যার মধ্যে ৫৮৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মৃত্যু হয়েছে মাত্র ৯ জনের।

এমতাবস্থায় ক্রিকেট ফিরতে মরিয়া লংকান বোর্ড।আর তাই জুনের ১ তারিখ থেকে অনুশীলন শুরু ব্যাপারেও বেশ আশাবাদী তারা। এখন শুধু অপেক্ষা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেতের। তাদের সবুজ সংকেত পেলেই অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএল)।

বুধবার বোর্ড প্রধান,নির্বাচক ও মেডিকেল বিশেষজ্ঞদের সাথে কথা বলে এ ব্যাপারে জানান কোচ মিকি আর্থার। তবে খন্ড খন্ড ভাগে হবে অনুশীলন। প্রথমে প্রাধান্য পাবে পেসাররা।পুরো বিশ্ব যেখানে স্থবির সেখানে শ্রীলঙ্কায় ক্রিকেট শুরু ব্যাপার টা কতটা ইতিবাচক সেটা সময় ই বলে দিবে।

বাংলাদেশ সময়: ২:১৫ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »