অধ্যবসায়ের ফল পেলেন ইয়াসির আলী রাব্বি।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রবার্ট ব্রুসের গল্পটি কারও অজানা নয়। ৬ বার পরাজিত হয়ে ৭ম বারে জয়ের সাধ পেয়েছিলেন তিনি। ইয়াসির আলী রাব্বির এবারের বিপ টেস্টের গল্পটা কিছুটা সেরকমই। সে ৬ বার হয়তো চেষ্টা করেনি তবে তার গল্পটা কিছুটা মিলে যায়, ব্রুসের সাথে।

বিসিএল এ নতুন নিয়মে বিপ টেস্টের বেঞ্চমার্ক বেঁধে দেওয়া নিয়মে প্রাথমিক পর্যায়ে বাদ পরেন ইয়াসির আলী রাব্বি। দ্বিতীয় দফায় আবারও অকৃতকার্য রাব্বি। আশরাফুল, নাসিরদের বিশেষ বিবেচনায় সুযোগ দেওয়া হলেও তাকে থাকতে হয়েছে অপেক্ষায়।

তৃতীয় ধাপেও বিপ টেস্ট উতরে যেতে পারেননি রাব্বি। ১০.৮ পয়েন্ট নিয়ে অকৃতকার্য তিনি। তবুও হাল ছাড়েননি রাব্বি। আর তার ফলটাও তিনি হাতেনাতেই পেলেন। আজ বিপ টেস্টের চতুর্থ দফায় ১১.১ পয়েন্ট নিয়ে উতরে গেছেন বিপ টেস্ট বাধা।

বিসিবির এই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। আমরা যদি প্রথম শ্রেনীর ক্রিকেট থেকেই ফিটনেস নিয়ে সতর্ক থাকি তাহলে আমাদের জন্যই ভালো। ফিটনেসের সাথে ক্রিকেটের মানও বেড়ে যাবে।’

দ্বিতীয় রাউন্ড থেকেই চট্টগ্রাম দলের হয়ে খেলবেন ইয়াসির আলী রাব্বি। অধিনায়ক মুমিনুল হকের সাথে দলে আছেন তারকা ওপেনার তামিম ইকবালও।

প্রথম শ্রেনীর ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ তার। দারুণ ফর্মেও রয়েছেন তিনি। ৪৬ ম্যাচে ৪৯.৩ গড়ে করেছেন ৩০১০ রান ।
অনেক কাঠ খড় পুড়িয়ে দলে ফিরে হয়তো সেই ফর্মটিই ধরে রাখতে চাইবেন এই তরুণ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »