https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
টেস্ট ক্রিকেটে আফগানিস্তান দলের পথচলা কেবল শুরু। ভারতের বিপক্ষে দেরাদুনে গত বছর প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামে আফগানরা। তবে এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পাবার পর বাংলাদেশের বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে আফগানিস্তান দলের দায়িত্ব দেয়া হয় রশিদ খানকে। সবচেয়ে কম বয়সে সাদা পোশাকের ক্রিকেটে টস করতে নামা অধিনায়ক রশিদ খান যেন এই ম্যাচেই সাফল্য পেয়েছেন দুই হাত ভরে। বল হাতে এগারো উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের স্কোরবোর্ড গতিশীল রাখারা ক্ষেত্রে রেখেছেন অগ্রণী ভূমিকা।
নিজেদের প্রথম টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে আফগানরা মাঠে নামে গুলবদিন নাইবের নেতৃত্বে। অন্যদিকে নবাগত আরেক টেস্ট সদস্য আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখাঁ যায় আজগর আফগানের নেতৃত্বে মাঠে নেমেছে আফগানিস্তান দল। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখাই পেয়েছে তারা।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে রশিদ খান অধিনায়ক হিসেবে মাঠে নেমেই করেছেন বাজিমাত। এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসা রশিদ এবার খেলা দেখিয়েছেন টেস্ট ক্রিকেটে। নিজের প্রথম টেস্ট ম্যাচেই অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বাংলাদেশের বিপক্ষে পেয়েছে বিশাল জয়।