নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাশরাফী বিন মোর্ত্তজা নামটার সাথে জড়িয়ে আছে ক্রিকেটের নানা গল্প। ইনজুরি আর মাশরাফী মানুষটা একে অপরের সাথে জড়িত। তবে ইনজুরি ছাপিয়ে দেশের ক্রিকেটের বড় তারকা মাশরাফী৷ নিজের ক্যারিয়ারের শেষ লগ্নে আছেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি খেলেন না অনেকদিন থেকেই হয়তো হুট করে বিদায় বলে দিবেন ওয়ানডে ক্রিকেটকেও সময়টা হয়তো খুব বেশি দূরে নয়। বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফী। তবে এবারের বিপিএলে দল পেতে বেশ বেগ পেতে হয়েছে মাশরাফীকে। তবে সেই মাশরাফীতেই অধিনায়ক হিসেবে ভরসা রাখছেন ঢাকা প্লাটুন।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল এর সপ্তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে বিপিএলের সবচেয়ে সফলতম অধিনায়ককে দলে ভেড়ায় যমুনা ব্যাংকের মালিকানাধীন ঢাকা প্লাটুন। এ+ ক্যাটাগরিতে থাকলেও দল পেতে অনেকটা সময়ক্ষেপন করতে হয়েছে। নিলামের একবারে শেষ পর্যায়ে এসে দল পেয়েছেন মাশরাফী। ঢাকা প্লাটুনে মাশরাফী ছাড়াও রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান, পাকিস্তানি স্পিনার বুম বুম আফ্রিদির মতো তারকারা। আর তাতেই অধিনায়ক বাছাই করতে বেগ পেতে হয় তাদের।
তবে সবকিছু ছাপিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হাতে। গত ছয় আসরের চারবারই চ্যাম্পিয়ান ট্রফি উঁচিয়ে ধরেছেন মাশরাফী। বিপিএলের শুরুটা হয় ঢাকা গ্লাডিয়েটর্সের মাধ্যমে। পরপর দুইবার অধিনায়ক হিসেবে ঢাকাকে চ্যাম্পিয়ান করেন তিনি। ঢাকার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ান করেন তিনি।
ঢাকা প্লাটুন:
দেশি: মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ,আনামুল হক বিজয়,হাসান মাহমুদ,মেহেদি হাসান,আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক
বিদেশি: শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী , লরি ইভান্স, লুইস রিচ।