অধিনায়ক হওয়াটাই কেবল মুখ্য নয়: মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত কয়েকদিন আগেই বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে। তবে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফিকে প্রথমে কেউ দলে ভেড়ানোর আগ্রহই দেখায়নি। বিপিলের অধিপতিকে (মাশরাফি) প্রথমে দলে না ভেড়ানোর বিষয়টি অবাক করেছিলো ক্রিকেট পাড়াকে। পরে অবশ্য বিপিএল ইতিহাসের ৬ আসরের মধ্যে ৪ টি তেই শিরোপা জেতা এ অধিনায়ককে নিজেদের করে নেয় ঢাকা প্লাটুন।

শেষ মূহুর্তে দলে অন্তর্ভুক্ত করার পর মাশরাফির কাঁধেই অধিনায়কের দায়িত্ব অর্পণ করেন ঢাকা প্লাটুন। তবে মাশরাফির কাছে অধিনায়কত্ব পাওয়ায় বড় বিষয় নয়। বুঝাই যাচ্ছে, নিরব অভিমানে কাতর হয়েই মূলত এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটকে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার ন্যায় এগিয়ে নেওয়া এই মাশরাফি।

অধিনায়কত্ব ইস্যু নিয়ে গণমাধ্যম কর্মীদের মাশরাফি জানান, ‘আসলে আমার কাছে মনে হয়, কেবল অধিনায়ক হওয়াটাই বড় বিষয় নয়। আর এটা হতেও পারে না। মূলত দলই আমার কাছে মুখ্য। আসলে আমি দলের হয়েই প্রত্যেকটা ম্যাচ খেলতে চাই এবং সাধ্য অনুযায়ী পারফর্ম করতে চাই। আর তাছাড়া আমি যেখানেই অধিনায়ক হিসেবে খেলি না কেন, সেগুলো খুব একটা মাথায় রাখি না।’

প্রসঙ্গত, এবারের বিপিএলে দেশি-বিদেশিদের নিয়ে শক্ত-পোক্ত এক দল গড়েছে ঢাকা প্লাটুন। মাশরাফি-তামিম থেকে শুরু করে আফ্রিদি-ওয়াহাব রিয়াজ, দারুণ কিছু ক্রিকেটারের সংযোজন করেছে দলটি। তাছাড়া সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের নিয়ে দারুণ এক টিম কম্বিনেশনও তৈরি করেছে ঢাকা প্লাটুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »