নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ইন্দোরের হলকার স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশের নয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
ইন্দোরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১২ রানে ইমরুল কায়েস ও সাদমান ইসলামের উইকেট হারিয়ে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।
ইনিংসের শুরুতে দুই ওপেনার ইমরুল, সাদমান ফিরলে ব্যাটিংয়ে আসেন মুমিনুল, মিঠুন। এরপর দলীয় ১৩ রানে ২ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
সামির বলে ফিরেন মিঠুন..
বাংলাদেশের ইনিংসে তৃতীয় আঘাত হানেন আরেক পেসার মোহাম্মদ সামি। দুর্দান্ত এক বলে মিঠুনকে এলবি করে ফেরত পাঠান এই পেসার। আউট হওয়ার আগে ১২ রান করেন মিঠুন।
ব্যাটিংয়ে মুশফিক, মুমিনুল..
এই প্রতিবেদন লেখা সময়ে লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সর্বশেষ সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৩ রান। ২২ রানে অপরাজিত মুমিনুল, আরেক ব্যাটসম্যান মুশফিক আছেন ১৪ রানে অপরাজিত।