অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশ দলের বর্তমান টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান সরে দাড়াতে চাইছেন অধিনায়কত্বের পদ থেকে। অধিনায়কত্ব তার জন্য বাড়তি চাপ হিসেবে কাজ করে বলেও জানান তিনি। তার ক্যারিয়ারের ভালোর জন্যই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি।

বাংলাদেশ দলে বর্তমান অধিনায়ক দুইজন। সাদা পোশাক ও টি-২০ তে সাকিব আল হাসান অধিনায়ক হলেও ওয়ানডে ফরম্যাটে কাপ্তানের দায়িত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়কত্বকে বাড়তি ব্জহা বলেই মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরু হবার আগে একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন অধিনায়কত্ব করতে প্রস্তুত নন তিনি। আগামী-২০ বিশ্বকাপে অধিনায়কত্ব করার ব্যাপারেও অনাগ্রহ ছিল তার কণ্ঠে।

এবার আফগানিদের বিপক্ষে ম্যাচ হারের পর আবারও জানালেন অধিনায়কত্ব থেকে ইস্তোফা দিতে চান তিনি। ‘আমি যদি অধিনায়ক না থাকি তাহলে মনে হয় ভালো হবে আমার জন্য। আমার দিক দেখলে এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর আমাকে যদি নেতৃত্ব দিতেই হয় তাহলে আলোচনা করার আছে অনেক কিছুই।’

শেষ পর্যন্ত যদি সাকিব অধিনায়কত্ব ছেড়েই দেন তাহলে কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই উদ্রেক হবে সকলের মনে। সাকিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে যদি তরুণ নেতৃত্বের কথা ভাবা হয় তাহলে কে আসতে পারেন এই দায়িত্বে সেটা কেবল সময়ই বলে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »