অধিনায়কত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করেঃ রিয়াদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল- দেশের অন্যতম তিন সেরা অধিনায়ক ও ক্রিকেটারকে নিয়ে অষ্টম বিপিএলের দল গড়েছে মিনিস্টার ঢাকা। তবে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। টুর্নামেন্ট শুরুর আগে রিয়াদ জানালেন, অধিনায়কত্ব তাকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

তারকাদের নিয়ে গড়া ঢাকাকে একাদশ গড়তে গেলেও উপেক্ষা করতে হবে অনেক তারকাকে। এত তারকাবহুল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চাপ থাকে, চ্যালেঞ্জ থাকে। দুই দিন আগে রিয়াদ জানিয়েছিলেন, বিপিএলের আগে কোনো চাপ অনুভব করছেন না।

তবে চ্যালেঞ্জের কথা অস্বীকার করতে পারেননি এই তারকা অলরাউন্ডার। তিনি বলেন,’‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে। ইনশাআল্লাহ্‌ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’’

বিপিএলের আগে অনুশীলন সেশনগুলোতে রিয়াদকে দেখা গেছে মারকুটে ব্যাটিংয়ের ভঙ্গিমায়। এ নিয়ে প্রশ্ন করতেই রসিক জবাব অধিনায়কের।

তিনি বলেন,”কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই পাঠিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই প্র্যাকটিস করেছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »