অধিনায়কত্বে মনের কথা শুনতে তামিমকে ম্যাশের পরামর্শ

নিউজ ডেস্ক »

তামিম ইকবাল খান, বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক। স্বভাবতই কিছুটা চাপ অনুভব করছেন। আগে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও, তিনি যার স্থলাভিষিক্ত হয়েছেন তার সফলতা ধরে রাখার চাপ যে কেউই অনুভব করবেন। তবে সেই সফল অধিনায়ক মাশরাফির কাছ থেকে অধিনায়কত্বের জাদুমন্ত্র শিখছেন তামিম।

সম্প্রতি বর্তমান অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ আড্ডা জমেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে। বিভিন্ন বিষয়ে আড্ডার পাশাপাশি মাশরাফি নবনিযুক্ত অধিনায়ককে জানিয়েছেন তার সফলতার মন্ত্র, দিয়েছেন কার্যকরী পরামর্শ।

মাশরাফি বলেন, ‘দেখ, অনেকেই অনেক কথা বলবে যে তামিম এটা কর, তামিম ওটা কর। কিন্তু তুই তোর মনের কথা শুনবি। তোর মন যেটা বলবে তুই সেটাই শুনবি। তোর মনের কথা শুনে যদি সফল নাও হোস, তখন কিন্তু রাতে ঘুমানোর সময় তোর খারাপ লাগবেনা। কারণ তুই তোর মনে কথা শুনে হেরেছিস।’

মাশরাফি সাথে আরো বলেন, ‘যখন দেখবি তুই অন্যের কথা শুনে হেরেছিস, তখন খুব অসস্থি লাগবে তোর ভেতর। চিন্তা করবি, কেন আমি আমার মনের কথা শুনিনি। আমি যতদিন অধিনায়কত্ব করেছি ততদিন এটাই মেনেছি।’

বাংলাদেশ সময় : ৬:১০ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »