অধিনায়কত্বে ধোনির থেকে পন্টিংকে এগিয়ে রাখলেন হাসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটার হিসেবে ভারতীয় সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং ছিলেন এক কথায় দুর্দান্ত। ক্রিকেট ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে কামিয়েছেন অনেক যশ খ্যাতি। অধিনায়ক হিসেবেও রয়েছে বেশ নাম ডাক। মাহেন্দ্র সিং ধোনিকে তো ক্যাপ্টেন কুল হিসেবেই মানুষ বেশি চিনে। তাদের তীক্ষ অধিনায়কত্বে অনেক বড় বড় সাফল্য দেখেছে তাদের দেশ দুইটি।

মাইক হাসি অজি ক্রিকেটের অনেক সাফল্যের সাক্ষী। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে রিকি পন্টিং ও ধোনির অধিনায়কত্বে খেলার সুযোগ হয়েছিলো। মাইক হাসির সময়ে অজি ক্যাপ্টেন ছিলো রিকি পন্টিং আর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিলে খেলার সময় খেলেছেন ধোনির অধিনায়কত্বে।

সম্প্রতি ক্রিকইনফোতে সাক্ষাৎকার দেয়ার সময় প্রশ্ন করা হয় আপনি তো ধোনি ও পন্টিং দুইজনের অধিনায়কত্বেই খেলেছেন আপনার কাছে অধিনায়ক অধিনায়ক হিসেবে কে এগিয়ে পন্টিং নাকি ধোনি। তিনি বলেন, ‘দুইজনই অনেক ভালো অধিনায়ক তবে আমার চোখে ধোনির থেকে পন্টিং এগিয়ে’।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »