নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুমিনুল হক সৌরভ বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত একজন সদস্য। বাংলাদেশের একমাত্র টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান ভাবা হয় মুমিনুল হককে। আগামী ১৪ নভেম্বর থেকে ভারতের সাথে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ানশীপ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি দল অবস্থান করছেন ভারতে আগামী ৮ তারিখে ভারতের উদ্দেশ্যে ত্যাগ করবেন টেস্ট দলের সদস্যরা।
তবে এবার দলের শুধুমাত্র একজন নিয়মিত সদস্য হিসেবেই নয়। এবার ভারতের টেস্ট সফরে ১৬ কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে ভারত যাচ্ছেন মুমিনুল হক। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় এবার নতুন অধিনায়ক নিয়ে ভারত যাচ্ছে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে এবারই প্রথম অধিনায়কত্ব করার সুযোগ পেলেন তিনি।
অধিনায়কত্ব পেয়ে অনেকটা উচ্ছ্বসিত মুমিনুল হক সৌরভ। তবে আন্তর্জাতিক অঙ্গনে অধিনায়কত্ব করবেন এমন ভাবে কখনো কল্পনা করেননি। অধিনায়কত্ব পাবেন অনেকটা স্বপ্নের মত এটা স্বপ্নেও তিনি ভাবেননি এমনটা। আর অধিনায়কত্ব পাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলেন না তিনি। তিনি বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে একদমই প্রস্তুত ছিলাম না, এটা আসলে সত্যি বলতে অনেকটা অপ্রত্যাশিত। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবো এমনটা কখনোই ভাবিনি। টেস্ট দলের প্রতিনিধিত্ব করবো এটা তো স্বপ্নেও ছিলো না। তবে পেয়েছি, সে জন্য আলহামদুলিল্লাহ।’
শুধুমাত্র একজন খেলোয়াড় থেকে একজন অধিনায়কের দায়িত্ব কিংবা চাপটা একটু বেশি থাকে। তবে এবার নতুন দায়িত্ব পাওয়ায় একটুও চাপ অনুভব করছেন না মুমিনুল হক। অধিনায়কের চাপ নিয়ে তিনি বলেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব অতিরিক্ত চাপের বিষয় এটা কখনো ভাবিনি। অধিনায়কের দায়িত্ব চাপ এটা ভাবলে চাপ বাড়বে। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে রান করার জন্য, দলের জন্য খেলতাম সেভাবেই খেলবো।’
আগামী ৮ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের বাকি সদস্যরা। দেশ ছাড়ার আগে বুধবার লাল ও গোলাপি বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। প্রায় সাড়ে তিন ঘন্টা ঘাম ঝড়িয়েছেন সাদমান, মুমিনুল, মিরাজরা। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি অনেকটা সময় বল হাতে ঘাম ঝড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ।