নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়কের দৌড়ে সবচেয়ে বেশি সাকিব আল হাসান, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি সাকিব অধিনায়ক না হন তবে এরপরই যার নাম আসছে তিনি লিটন দাস। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে লিটনকে অধিনায়ক করে তার ওপর কিংবা তার পাফরম্যান্সের ওপর প্রভাব পড়ুক সেটা বিসিবি চায় না।
শনিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন বিশ্বকাপে অধিনায়ক লিটনের চেয়ে ব্যাটার লিটনকে বেশি প্রয়োজন। অধিনায়কত্বের চাপ যাতে লিটনের ব্যাটিংয়ে না পড়ে সেই দিকেও নজর বিসিবি
লিটন দাসের অধিনায়ক্ত নিয়ে পাপন বলেন, ‘কোন দ্বি-পাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ এক নয়। অনেক বড় মঞ্চ। বাড়তি চাপ। তারা (বিসিবি) ব্যাটার লিটন দাসের সেরাটা চান। অধিনায়কত্বের চাপে লিটনের ব্যাটিং যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে চিন্তাও আছে মাথায়।’
পাপনের আরও বলেন, ‘এটাও খুব সহজ। আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ; কিন্তু একমাত্র ইস্যু হচ্ছে দ্বি-পাক্ষিক খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা অন্য জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এতবড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।’
‘সমস্যা হচ্ছে বিশ্বকাপ; এটার চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ জিনিস না। আমি একজন নতুন কাউকে যে হঠাৎ করে বানিয়ে দেবো সে এই চাপটা নিতে পারবে কি না এটা এক নম্বর এবং আবার যদি আপনি লম্বা সময়ের কথা চিন্তা করেন তাহলে আমি এখন একজনকে বানাবো, দেখা গেলো এক বছর পর সে হয়তো থাকবেই না। তাহলে লম্বা সময় হবে কিভাবে। এ জিনিসগুলো নিয়েই আলাপ করে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে।’-যোগ করেন পাপন।
আরএ/নিউজক্রিকেট২৪