নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে আলোচনা। এই আলোচনায় সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার লিটন দাসের নামাটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে অধিনায়ক নির্বাচনে বিসিবি খুব দ্রুই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরী বোর্ড ডাকা হয়েছে। এই বোর্ড সভায় আলোচনায় মূল বিষয়ই অধিনায়ক ইস্যু। এশিয়া কাপ এবং বিশ্বকাপে কে অধিনায়কত্ব সেটাই সিদ্ধান্ত নিতেই সভা ডাকা হয়েছে।
অধিনায়ক হিসেবে বিসিবির প্রথম পছন্দ সাকিব। সাকিবকে লম্বা সময়ে জন্য অধিনায়ক করলে সাকিব খেলবেন কিনা সেটা নিয়ে বিসিবি সন্দেহ রয়েছে। আবার লিটনকে লম্বা সময়ের জন্য অধিনায়ক করা হলে করা যেতেই পারে। তবে সেক্ষত্রে বিশ্বকাপে তার পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে সেই শঙ্কাও রয়েছে।
আরএ/নিউজক্রিকেট২৪