নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ মিশনে চরম ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঠগড়ায় দাঁড়াতে হয় টাইগারদের। গোটা দলকে ঢেলে সাজানোর গুঞ্জন ওঠে।
এ সময় বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের কথা আলোচনায় আসে। এদের মধ্যে পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয় অন্যতম।
দেশের ক্রিকেটপ্রেমীরা ধরেই নেয়, পাকিস্তান দলের বিপক্ষে স্কোয়াডে অন্তত এই দুই তরুণকে দেখা যাবে। পারভেজ হোসেন ইমনকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হয়। বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে দুই ফিফটি হাঁকানো নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ইমনকে।
কিন্তু মঙ্গলবারের দল ঘোষণায় দেখা গেল ১৬ সদস্যের মাঝে নেই এই দুই তরুণ তুর্কি।
এর কারণ হিসেবে জানা গেল, অদ্ভুত এক ব্যাখ্যা। বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার কারণে দলে রাখা হয়নি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। তার পরিবর্তে কপাল খুলেছে সাইফ হাসানের। আগামী ১৯ তারিখে মিরপুরে হয়ত নাঈমের সঙ্গে ওপেনিংয়ে নামবেন সাইফ।
ইমনের কপাল পোড়ার কারণ তার বাঁহাতি হওয়া। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ওপেনিংয়ে ডান-বামের সমন্বয় রাখতে চেয়েছেন তারা। সে কারণেই পারভেজের বদলে বেছে নেওয়া হয়েছে সাইফ হাসানকে।
বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও ব্যাটিং অর্ডারে ডান-বামের সমন্বয়ের পক্ষে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত থাকায় পারভেজকে নিলে প্রথম তিনজনই হন বাঁহাতি। এখানেই সুযোগ ঘটেছে সাইফের। যদিও সাইফ মূলত টেস্টের খেলোয়াড়।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে উপেক্ষিত হয়েছেন পারভেজ হোসেন ইমন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে সুযোগ পাননি তিনি। পরের শ্রীলংকা সফরেও সুযোগ মেলেনি। এরপর অবশ্য অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের একটি টুর্নামেন্টে সুযোগ পান। সেমিফাইনালে ৯৬ রানের ইনিংস খেলে সবার নজর কাড়েন।
সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ম্যাচের দলে। ওই ম্যাচেও খেলেন ৯৬ রানের আরেকটি ইনিংস। পর পর ইমনের এমন দুটি ইনিংসই তাকে আর পেছনে ফিরে তাকাতে দেয়নি। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে আকবর বাহিনীর দলে সুযোগ পান। গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ইমন ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন ইমন।
মন্তব্যসমূহ »
আমার যতদূর মনে পড়ে, গত বিশ্বকাপে তামিম ও সৌম্য ওপেন করেছিলো আর তিনে ব্যাট করতো সাকিব। কই, তখন তো প্রথম তিন ব্যাটসম্যান বাঁহাতি হওয়াটা কোন সমস্যা মনে হয়নি।
টেস্ট ব্যাটসম্যানকে শুধুমাত্র “ডানহাতি” হওয়ার কারণে টি টুয়েন্টি দলে সুযোগ দেয়াটা “হাস্যকর”।
onno desher cricket a ki prothom 3 top oder bahati nei nki , nki tara sofol hoi ni. taka Imoner tai na