সাকিব শাওন »
আব্দুর রাজ্জাক নামটার সাথেই মিশে আছে অনেক বিজয়ের হাসি। কারণ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল একজন বোলার তিনি। আগেরকার সময়ে বাংলাদেশের জয়ে স্পিনার রাজ্জাকের অবদান নেহাত কম থাকতো না। দলের প্রয়োজনের সময়ে ব্রেক-থ্রু এনে দেওয়ার কাজে তিনি ছিলেন পারদর্শী। একসময় বাংলাদেশ দলে নিয়মিত ছিলেন সব ফরম্যাটের জন্যই, বলতে গেলে নির্বাচকদের কাছে অটোচয়েজ। তবে ২০১৪ সালের পর থেকে তেমন আর জাতীয় দলে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেট ঠিকই নিয়মিত চালিয়ে যাচ্ছেন এই স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে রাজ্জাকের ঝুলিত রয়েছে ২৭৮ উইকেট।
করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে
মাঠের ক্রিকেটার থেকে শুরু কোচিং স্টাফরা সবাই এখন ঘরবন্দী অবস্থায় রয়েছেন। আর এই অবসর সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিবেদক সাকিব শাওনের সাথে নিজের বর্তমান ক্যারিয়ার সাথে ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন স্পিনার আব্দুর রাজ্জাক।
নিউজ ক্রিকেটঃ কোয়ারেন্টাইনের সময়ে কি
করছেন?
আব্দুর রাজ্জাকঃ বাসায়ই থাকছি তেমন কিছু করছি না, বের হইনা একদমই। পুরো সময়টাই পরিবারকে দিচ্ছি, আর বাসার মধ্যেই ফ্রি হ্যান্ডের সাথে অন্যান্য কিছু অনুশীলন করছি যাতে ফিটনেস টা ঠিক থাকে।
নিউজ ক্রিকেটঃ জাতীয় দলে প্রথম যখন নিজের নাম আসলো তখন অনুভূতি কেমন হয়েছিলো?
আব্দুর রাজ্জাকঃ আসলে অনুভূতি কখনো বলে বোঝানো যায় না উপলব্ধি করতে হয়। তবে বেশ ভালো লেগেছিলো। এটা ত ভালো লাগারই বিষয় জাতীয় দলে নিজের নাম দেখলে কার না ভালো লাগে।
নিউজ ক্রিকেটঃ প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক আপনি এই মাইলফলক কতটা গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে?
আব্দুর রাজ্জাকঃ আমি জানি না এটা অন্যদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তবে আমার কাছে এই ৬০০ উইকেট অনেক বড় একটি অর্জন। ভাবলেই অনেক ভালো লাগে এই অর্জনটির কথা।
নিউজ ক্রিকেটঃ আপনার ক্যারিয়ারে ২১ বলের একটি নান্দনিক ফিফটি রয়েছে সেই ইনিংসটি কিভাবে দেখেন?
আব্দুর রাজ্জাকঃ অনেক মজার ছিলো ইনিংসটি আমার কাছে। ইন্টারন্যাশনালে ফিফটি তাও আবার ২১ বলে। আমি যখন নেমেছিলাম তখন ওভার কম ছিলো এজন্য শুরু থেকেই ইচ্ছা ছিলো আক্রমণাত্বক ব্যাটিং করার আর সফল ও হয়েছিলাম সেদিন।
নিউজ ক্রিকেটঃ জাতীয় দলের বাইরে আছেন অনেকদিন ধরে সেক্ষেত্রে ড্রেসিং রুম কতটা মিস করেন?
আব্দুর রাজ্জাকঃ মিস করতে বলতে জাতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করতে কার না ভালো লাগে। কারো জন্যই ড্রেসিং রুম পার্মানেন্ট না, একজন যাবে অন্যজন আসবে তবে ড্রেসিং রুম অনেক মিস করি।
নিউজ ক্রিকেটঃ আপনার স্পিন বোলিং শুরু কিভাবে?
আব্দুর রাজ্জাকঃ প্রথমে যখন বিকেএসপিতে ক্রিকেট খেলা শুরু করি তখন আমি পেস বোলিং করতাম এরপর পিঠের ইঞ্জুরির কারণে পেস বোলিং ছেড়ে দিই। তখন ঘাসের উপর স্পিন বলে ম্যাচ খেলা হতো আমি সেখানে স্পিন বল করি সেটা ভালো হতে দেখেই ফাহিম স্যার আমাকে স্পিন বোলিংয়ের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারপর ধীরে ধীরে আজকে এ পর্যন্ত।
নিউজ ক্রিকেটঃ ক্যারিয়ারে অনেক ম্যাচ খেলেছেন সেক্ষেত্রে আপনার কাছে সেরা ম্যাচ কোনটি মনে হয়েছে?
আব্দুর রাজ্জাকঃ আমি বাংলাদেশ দলে থাকা অবস্থায় যে কয়টা ম্যাচ জিতেছি সবগুলোই খুব কঠিন পরিস্হিতির মধ্যে থেকে জিততে হয়েছে। তাই সেক্ষেত্রে অনেক পছন্দের ম্যাচই রয়েছে তবে ২০০৭ বিশ্বকাপে ভারতের সাথে এবং একই বিশ্বকাপে সাউথ আফ্রিকার সাথে এই ম্যাচ দুটি প্রিয় মনে হয় আমার কাছে। আরো একটি ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে তাদের মাটিতেই জিতেছিলাম সে ম্যাচটাও অনেক পছন্দের।
নিউজ ক্রিকেটঃ জাতীয় দলে ফেরার জন্য কি পরিকল্পনা করছেন?
আব্দুর রাজ্জাকঃ পরিকল্পনা তেমন কিছুই না প্র্যাকটিস করছি নিয়মিত সাথে ঘরোয়া ক্রিকেট খেলছি তো দেখা যাক কি হয়। বর্তমানে আমার কাছে খেলার ইচ্ছাটাই আসল ব্যাপার।
নিউজ ক্রিকেটঃ নতুন যারা স্পিন বোলিং আসছে তাদের উদ্দেশ্যে আপনার মতামত কি একজন অভিজ্ঞ স্পিনার হিসেবে?
আব্দুর রাজ্জাকঃ প্র্যাকটিস করতে হবে অনেক তবে বুঝে প্রাকটিস করাটাই আসল ব্যাপার। অনেকে দেখা যায় সারাদিন প্রাকটিস করে কিন্তু সঠিক প্রাকটিসটাই হয় না তাহলে ত কাজে দিবে না সেই প্রাকটিস। সঠিক ভাবে বুঝেশুনে প্রাকটিস করলেই সফলতা পাওয়া সম্ভব বলে মনে করি আমি এবং সাথে স্পিন নিয়েই বেশি কাজ করতে হবে।
নিউজ ক্রিকেটঃ আইপিএলের ট্যুর টা কেমন উপভোগ করেছিলেন?
আব্দুর রাজ্জাকঃ আমার কাছে আইপিএল ট্যুর টাই খুবই মজার ছিলো। ওদের ব্যবস্থাপনা, বাইরের খেলোয়াড়দের প্রতি সম্মান আমার কাছে সবমিলিয়ে ঐ সময়টা দারুণ কেটেছিলো।
নিউজ ক্রিকেটঃ আন্তর্জাতিক ক্রিকেটে আপনার অনেক উইকেট রয়েছে আলাদা করে কি কোন সেরা উইকেট রয়েছে এর মধ্যে?
আব্দুর রাজ্জাকঃ হ্যাঁ আমার অনেক সেরা উইকেট রয়েছে তবে আলাদা করে একটির কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। যখন যে উইকেট পেয়েছি সেটাই ভালো লেগেছে কারণ সব উইকেটই তো অনেক কষ্ট করে অর্জন করেছি।
নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমের
পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আব্দুর রাজ্জাকঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একইসাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদেরও জানাই শুভেচ্ছা।