অতীত ভুলতে চান না আশরাফুল

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এক প্রতিভার নাম মোহাম্মদ আশরাফুল। তবে ফিক্সিং কান্ডে জড়িয়ে নিজের ক্যারিয়ার শেষ করেছেন তিনি। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ২য় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার সময় ফিক্সিং কান্ডে জড়ান মোহাম্মদ আশরাফুল। এরপরই বিপিএলের অ্যান্টি করাপশন ইউনিট আশরাফুলকে ৮ বছরের নিষেধাজ্ঞা দেয়। আশরাফুল নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছিলেন। একই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ডিসিপ্লিনারি টিম তার সাজা কমিয়ে ৫ বছরে আনে।

২০১৮ সালে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। খেলেছেন বিপিএলও। তবে নির্বাচকদের কথা অনুযায়ী আশরাফুলের জন্য জাতীয় দলের রাস্তা এক প্রকার বন্ধই। অতীতের ঘটনা ভুলতে পারেননি ভক্তরাও, খোদ আশরাফুল নিজেও ভুলতে চাননা সেই দুঃসহ স্মৃতি। ফিক্সিং কান্ড নিয়ে প্রায় সব অনুষ্ঠানেই কথা বলতে হয় তাকে। আর তিনিও বিষয়টি সহজ ভাবেই মেনে নিয়েছেন।

তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে সেই ভুল থেকে শক্তি নিয়ে সামনে এগিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য। তিনি নিজেও ফিক্সিং কান্ড ভুলতে চাননা। এক ফেসবুক লাইভ শো’তে এসে এমনটাই জানান সাবেক এই টাইগার অধিনায়ক।

অনুষ্ঠান সঞ্চালকের প্রশ্ন ছিলো, ‘আপনি যে প্রোগ্রামেই যাচ্ছেন সেখানেই ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলতে হচ্ছে। কখনো কি বলবেন যে আমি এটা নিয়ে আর কথা বলবো না। এটা আমি পেছনে ফেলে এসেছি। নাকি যতদিন আপনাকে এটা নিয়ে প্রশ্ন করা হবে আপনি উত্তর দিবেন?’

এর উত্তরে আশরাফুল বলেন, ‘না, কেন বলবো না? এটা তো আমি স্বীকার করেছি এবং এর জন্য শাস্তিও পেয়েছি। এরপর আমি ফিরে এসেছি এবং শিক্ষা নিয়েছি। এখানে তো লুকানোর কিছু নেই। আমি আসলে আমার অতীতটাকে ভুলতে চাই না। অনেকে আছে সবকিছু ভুলতে চায়। আমি কি সংগ্রাম করে এসেছি সেগুলো তো জানি।’

তিনি আরো বলেন, ‘আমার তো অবশ্যই খারাপ লাগে যে আমার যে প্রতিভা ছিল সেক্ষেত্রে আরো রান কিংবা গড় বেশি থাকতে পারতো। সেটা আমি চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়নি। আর যে ঘটনার জন্য আমি নিষিদ্ধ হয়েছিলাম এর জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এখন যদি কেউ আমাকে এই ব্যাপারে প্রশ্ন করে আমি তখন দোষী মনে করি না নিজেকে। কারণ এটা আমার জীবনের একটি অংশ।’

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »